শ্রদ্ধা ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ
প্রখ্যাত কথাসাহিত্যিক ও চলচিত্রকার হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আজ গাজীপুরের নুহাশপল্লীতে পালিত হয়েছে।
-
নুহাশপল্লী পরিবার হুমায়ূন আহমেদের মৃত্যুদিবসে ফুলেল শ্রদ্ধা জানায়। ছবি: মো. আমিনুল ইসলাম
-
শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আসেন হুমায়ূন ভক্তরা। ছবি: মো. আমিনুল ইসলাম
-
নুহাশপল্লীর ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বুলবুল বলেন, স্যারের এবারের মৃত্যুবার্ষিকীতে পরিবারের সদস্য এবং কোনো লেখক আসেননি। ছবি: মো. আমিনুল ইসলাম
-
করোনা সংক্রমণের কারণে হুমায়ুন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভক্তদের আগমণ সীমিত করা হয়েছে। ছবি: মো. আমিনুল ইসলাম
-
সকালে নুহাশপল্লীর কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় মাদ্রাসার ইমাম, হিমু পরিবহনের সদস্যদের নিয়ে হুমায়ুন আহমেদের কবর জিয়ারত করা হয়। এসময় কোরআন খতম ও লেখকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ছবি: মো. আমিনুল ইসলাম