ডিরেক্টরস গিল্ড নির্বাচনের দৃশ্য
ডিরেক্টরস গিল্ড নির্বাচনের দৃশ্য নিয়ে এই অ্যালবাম।
-
দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত নাটক বা কাহিনীচিত্রের পরিচালকদের নিয়ে গঠিত ডিরেক্টরস গিল্ড-এর নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
মূলত টিভি নাটকের নানা সমস্যার সমাধান বের করতে নাট্য নির্মাতারা একতাবদ্ধ হয়ে নির্বাচনে নেমেছেন। নির্বাচনের সময়ে আলোচনা করছেন অভিনেতা জাহিদ হাসান। ছবি : মাহবুব আলম।
-
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে অংশ নিতে এসেছেন অভিনেত্রী নির্মাতা আফসানা মিমি। ছবি : মাহবুব আলম।
-
শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কমিশনার অভিনেতা ড. এনামুল হক। অভিনেতা ও নির্মতা আবুল হায়াৎ অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন। ছবি : মাহবুব আলম।
-
নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা কমিশনার অভিনেতা ড. এনামুল হক বলেন, ‘কোনো অপ্রীতিকর অবস্থা ছাড়াই ভোটাদের উপস্থিতিতে নির্বাচন শেষ হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
ডিরেক্টরস গিল্ড নির্বাচনে মোট ৩৮৪ জন সদস্যের মধ্যে আটটি পদের জন্য লড়ছেন ৫৩ জন প্রার্থী। ছবি : মাহবুব আলম।
-
নাট্য পরিচালকদের এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ড. ইনামুল হক, এস এম মোহসিন ও খায়রুল আলম সবুজ। ভোট প্রদান শেষে হাস্যোজ্বল অভিনেতা নির্মাতা তারিক আনাম খান। ছবি : মাহবুব আলম।