চিত্রাঙ্গদা নাটকের সফল মঞ্চায়ন
চিত্রাঙ্গদার সফল মঞ্চায়ন নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
দেশে ও দেশের বাইরে সাফল্যের ধারাবাহিকতায় নাট্য সংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত ও আলোচিত মঞ্চনাটক ‘চিত্রাঙ্গদা’-র ৪৯তম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে গত ২০ জুলাই। ছবি : মাহবুব আলম।
-
‘চিত্রাঙ্গদা’ নাটকটি শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’-র গবেষণার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। ছবি : মাহবুব আলম।
-
রবীন্দ্রনাথ ১৮৯২ সালে মাত্র একত্রিশ বছর বয়সে মহাভারতের চিত্রাঙ্গদা উপাখ্যান অবলম্বনে কিছু রূপান্তরসহ আধুনিক সময়ে মানবের অর্ন্তদ্বন্দ্বের প্রতিচ্ছবি রূপে রচনা করেন কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। ছবি : মাহবুব আলম।
-
এনাটকের নাট্যকাহিনিতে উপস্থাপিত হয় মহাবীর অর্জুন সত্য পালনের জন্য একযুগ ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে মণিপুর বনে এসেছেন। ছবি : মাহবুব আলম।
-
রবীন্দ্রনাথের কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ রচনার প্রায় চুয়াল্লিশ বছর পরে ১৯৩৬ সালে তার পঁচাত্তর বছর বয়সে রচনা করেন নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। ছবি : মাহবুব আলম।
-
‘চিত্রাঙ্গদা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোনালী, মিতা, মোস্তাফিজ, শ্যামল, শিশির, সামাদ, জেবু, রিমু, আলো, নাবলু, তানভীর প্রমুখ। ছবি : মাহবুব আলম।