ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে শাকিবের প্রতিবাদ
ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে শাকিবের প্রতিবাদ নিয়ে এই অ্যালবাম।
-
দেশিয় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান এবার ভারতীয় ছবি আমদানির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। ছবি : মাহবুব আলম।
-
বুধবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মূল ফটকের বিপরীতে সড়কের ওপর বৃষ্টিতে ভিজে মানববন্ধনে অংশ শাকিব খান। ছবি : মাহবুব আলম।
-
সম্প্রতি সেন্সরে জমা পড়েছে কলকাতার ছবি ‘কেলোর কীর্তি’। এটি আগামী ঈদুল আজহায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। ছবি : মাহবুব আলম।
-
সাফটা চুক্তিতে আমদানি ও রপ্তানির যথার্থ নিয়মকানুন না মানার কারণে এরই মধ্যে ছবিটি প্রদর্শনে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এটি বাংলাদেশে সেন্সর ছাড়পত্র বা মুক্তি পাবে না। ছবি : মাহবুব আলম।
-
রাজা চন্দ পরিচালিত এই ছবি আমদানিকে ঘিরেই আন্দোলনে নেমেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতা-কর্মীরা। ছবি : মাহবুব আলম।
-
বুধবার দুপুরে ভারতীয় ছবি আমদানির প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন করেন তারা। এতে ছিলেন চলচ্চিত্রের শীর্ষ শিল্পী ও কলাকুশলীরা। ছবি : মাহবুব আলম।
-
বৃষ্টি চলাকালীন মানববন্ধনে উপস্থিত শাকিব বলেন, ‘আমরা কখনও ছবি বিনিময়ের পক্ষে ছিলাম না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবো না।’ ছবি : মাহবুব আলম।