পদাতিকের ‘গহন যাত্রা’ নাটকের মঞ্চায়ন
পদাতিকের ‘গহন যাত্রা’ নাটকের মঞ্চায়ন নিয়ে এই অ্যালবাম।
-
পদাতিক নাট্য সংসদ প্রযোজনা করেছে আরো একটি নতুন নাটক ‘গহন যাত্রা’। এটি দলের ৩৯তম প্রযোজনা। ছবি : ফেসবুক।
-
‘গহন যাত্রা’ নাটকটি শুক্রবার (১৫ জুলাই) শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে প্রদর্শিত হয়েছে। ছবি : ফেসবুক।
-
‘গহন যাত্রা’ নাটকটি লিখেছেন রুবাইয়াৎ আহমেদ এবং নির্দেশনায় রয়েছেন সুদীপ চক্রবর্তী। ছবি : ফেসবুক।
-
‘গহন যাত্রা’ নাটকে অভিনয় করেছেন মাত্র একজন অভিনেত্রী। তার নাম শামছি আরা সায়েকা। ছবি : ফেসবুক।
-
এ নাটকে দেখা গেছে একটি ভূখণ্ডের কোনো এক স্থানে জন্ম নেয় উগ্রপন্থা। সেই উগ্রপন্থার অনুসারীরা বিপরীত সব মতবাদ প্রত্যাখ্যান করে শুধু একটি মতবাদকেই প্রতিষ্ঠা করতে চায়। ছবি : ফেসবুক।
-
নাটকটির সংগীত পরিকল্পনা করেছেন সাইম রানা। মঞ্চ পরিকল্পনা করেছেন নির্দেশক সুদীপ চক্রবর্তী। আলোক পরিকল্পনা করেছেন আতিকুল ইসলাম। ছবি : ফেসবুক।