শিল্পকলায় কোর্ট মার্শাল নাটকের মঞ্চায়ন
শিল্পকলায় কোর্ট মার্শাল নাটকের মঞ্চায়ন নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে আবারো মঞ্চস্থ হয়েছে জনপ্রিয় নাটক ‘কোর্ট মার্শাল’। ছবি : মাহবুব আলম।
-
একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে শনিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হয়েছে থিয়েটার আর্ট ইউনিটের ‘কোর্ট মার্শাল’ নাটকটি। ছবি : মাহবুব আলম।
-
‘কোর্ট মার্শাল’ নাটকটির মূল লেখক স্বদেশ দীপক। এটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এসএম সোলায়মান। ছবি : মাহবুব আলম।
-
‘কোর্ট মার্শাল’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনা ‘কোর্ট মার্শাল’। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। ছবি : মাহবুব আলম।