স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়েছেন যারা
মুক্তিযুদ্ধকে বেগবান করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনন্য ভূমিকা ছিল।এ কেন্দ্র থেকে প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠান ও গান প্রচারিত হত। এবার দেখুন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কয়েজন জনপ্রিয় শিল্পীকে।
-
মোহম্মদ আবদুল জব্বার: তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়সহ অনেক গেয়েছেন।
-
আপেল মাহমুদ: ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানের গায়ক হিসেবে সবচেয়ে বেশি পরিচিত লাভ করেছেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ২০০৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে ভূষিত হন।
-
ফকির আলমগীর: দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ফকির আলমগীর মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান পরিবেশন করেন।
-
রফিকুল আলম: দেশের জনিপ্রিয় সংগীতশিল্পী রফিকুল আলম মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যোগদান করেন।
-
তিমির নন্দী : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি অনেক সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান গেয়ে ছেন। গান গাওয়া ও সংগীত পরিচালনার পাশাপাশি বর্তমানে তিনি শিক্ষকতা করছেন।
-
কল্যাণী ঘোষ: দেশের মুক্তির জন্য ১৯৭১ সালে কল্যাণী ঘোষ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগদান করেন।
-
তপন মাহমুদ: তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান পরিবেশনের মাধ্যমে ১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে অবদান রাখেন। তপন মাহমুদ ২০১৬ সালে রবীন্দ্র সঙ্গীতে অবদান রাখার জন্য বাংলা একাডেমি প্রবর্তিত রবীন্দ্র পুরস্কার, এবি ব্যাংক-চ্যানেল আই আজীবন সম্মাননা এবং ২০১৮ সালে উদীচী নিউইয়র্ক প্রদত্ত সম্মাননা লাভ করেন।
-
শাহীন সামাদ: তিনি ১৯৭১ সালে ৩৬টি দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন।
-
কাদেরী কিবরিয়া: স্বাধীনতা যুদ্ধের সময়কার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সক্রিয়ভাবে দেশাত্ববোধক গানের শিল্পী হিসেবে গান করেছেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে কাদেরী কিবরিয়া রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসেবে ভীষণ জনপ্রিয় ছিলেন।
-
বুলবুল মহলানবীশ: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর অন্যতম শিল্পী বুলবুল মহলানবীশ।
-
ইন্দ্রমোহন রাজবংশী: স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ইন্দ্রমোহন রাজবংশী যুদ্ধে অংশগ্রহণের জন্য মনস্থির করেন। কিন্তু পাকিস্তানিদের হাতে ধরা পড়ে যাওয়ায় সম্মুখ যুদ্ধে তিনি যেতে পারেননি। পরবর্তীতে সেখান থেকে চলে এসে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়া শুরু করেন।