হুমায়ূন আহমেদের দেবী নাটকের ১০৫তম মঞ্চায়ন
হুমায়ূন আহমেদের দেবী ১০৫তম মঞ্চায়ন নিয়ে এ অ্যালবাম।
-
প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শিল্পকলা একাডেমির পরীক্ষণ থয়িটোর হলে দেবী নাটকের ১০৫তম মঞ্চায়ন হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
দেবী নাটকটি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মঞ্চায়ন করা হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
দেবী নাটকের নাট্যরূপ দিয়েছেন মো. ইকবাল হোসনে, নির্দেশনা নিয়েছেন আরহাম আলো। এটি প্রযোজনা করেছেন তৌফিকুর রহমান। ছবি : মাহবুব আলম।
-
দেবী নাটকটিতে অভিনয় করেছেন সালাউদ্দনি আহমদে, কবতিা, হাপ্পী, মোমাম্মদ উল্লাহ, রচনা, আশকি খান, তাপস প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
মানব মনের চেতন ও অবচেতন মনের জটিল ঘটনা নিয়ে এ নাটকের কাহিনী গড়ে উঠেছে। ছবি : মাহবুব আলম।
-
দেবী নাটক সম্পর্কে নির্দেশক আরহাম আলো বলেছেন, ‘আমরা যথাযথভাবে নাটকের প্রতিটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি এটি দেখে দর্শকরা আনন্দ পেয়েছেন।’ ছবি : মাহবুব আলম।