ঈদের টেলিছবি ব্রেক ছাড়া গাড়ি
ঈদের টেলিছবি ব্রেক ছাড়া গাড়ি নিয়ে অ্যালবাম নিয়ে এ অ্যালবাম।
-
এবারের ঈদের জন্য নির্মিত হয়েছে টেলিছবি ‘ব্রেক ছাড়া গাড়ি’। এটি নির্মাণ করেছেন আলী ফিদা একরাম তোজো।
-
একেবারেই ভিন্ন একটি কনসেপ্ট নিয়ে নির্মিত হয়েছে ‘ব্রেক ছাড়া গাড়ি’ টেলিছবিটি। এতে দেখা যাবে একজন মানুষ সারাজীবন ছুটে চলেছেন ব্রেক ছাড়া।
-
এ টেলিছবি সম্পর্কে নির্মাতা জানান ‘ব্রেক’ শব্দটি ‘সংযম’ অর্থে ব্যবহার করা হয়েছে। ঈদে দর্শক টেলিছবিটি দেখে ভিন্ন আমেজ পাবেন।
-
টেলিছবিতে ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা তারিক আনাম খান। যিনি কিনা জীবনে ‘ব্রেক’ কিভাবে করতে হবে এবং কতুটুকুর পর ব্রেক করা উচিৎ এমন নানান বিষয়ে কথা বলে থাকেন।
-
ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘জীবনের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ব্রেকটা করতে জানতে হবে। আর সেটা যদি না করা হয় তাহলে জীবনটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ঠিক যেমনটি হয়ে যায় একটি গাড়ির বেলায়।’
-
টেলিছবিতে তারিক আনাম খান ছাড়াও আরো অভিনয় করেছেন তানজিকা, মিশু সাব্বির, বুড়ি আলী, মৃণাল দত্ত ও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে কায়েস চৌধুরীকে। এটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে।