অসহায় মানুষের পাশে নায়িকা পপি
চিত্রনায়িকা পপি তার নিজের এলাকায় অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
-
অসহায় মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে কাজটি করেছেন তিনি। যদিও একে ত্রাণ নয়, পপি বলছেন নববর্ষের উপহার।
-
গত এক মাস ধরে খুলনায় আছেন পপি। বাবা-মা ও ভাইবোনদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। এরই মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাইরের জেলা থেকে ঢাকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই সময়ে তিনি অসহায় মানুষের মাঝে সাহায্য বিতরণ করেন।
-
ত্রাণ বিতরণ করছেন পপি।
-
আশপাশের অসহায় মানুষের দুঃখ-কষ্ট আঁচ করতে পেরে নিজের সামর্থ্য মতো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছেন পপি।
-
বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে খুলনার শিববাড়ি মোড় ইব্রাহিম মিয়া রোড, হাছানবাদ, খালিশপুর, বিএল কলেজ এলাকা, বৈকালীতে নিজে উপস্থিত থেকে সবার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
-
দেশের এই ভয়াবহ সংকটে এভাবে কিছু মানুষের পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন পপি।
-
পপি জানান, ১ হাজার এক শ অসচ্ছল মানুষকে চাল, ডাল, তেল, লবণ, আলু, সাবানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়েছেন।
-
আগেও ৫শ পরিবারকে খাবারের সঙ্গে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছিলেন পপি।