অসহায় মানুষের পাশে নায়িকা বর্ষা
করোনার কারণে সব কিছু বন্ধ হয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ কাজহীন হয়ে পড়েছেন। তাই তাদের অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে। এদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা বর্ষা।
-
আজ শাহজাদপুর, সিরাজগঞ্জে বর্ষা দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
-
প্রায় ৫০০ পরিবারের মাঝে বর্ষা ত্রাণ বিতরণ করেছেন।
-
ত্রাণ বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্য প্রকাশ করে বর্ষা লিখেন, ‘আপনারা সবাই জানেন আমি শাহজাদপুর সিরাজগঞ্জ এর মেয়ে। এসেছিলাম আমি আমার গ্রামের বাড়িতে। আসলে শুধু এই করোনাভাইরাস এর জন্য যে মানুষের পাশে দাঁড়াই তা না, মাঝে মাঝে ইচ্ছে করে গ্রামের এবং গ্রামের আশেপাশের মানুষদের সাহায্য করি; পাশে দাঁড়াই।’
-
বর্ষা আরো লিখেন, ‘এখন যেটা সচরাচর দেখা যায় যে মানুষকে কিছু দিতে গেলে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে মারামারি করছে, একটা প্যাকেট এর জন্য, খাবারের জন্য গণ্ডগোল করছে কিন্তু এখানে এত সুন্দর ব্যবস্থা ছিল, এর জন্য আমার চাচাও শাহজাদপুর থানার সকল পুলিশ সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।’
-
সমাজের অন্যান্য বিত্তশালীদের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য আহবান জানা বর্ষা।
-
বর্ষার দেয়া ত্রাণ দিয়ে যাচ্ছেন একজন।
-
ত্রাণ সামগ্রী বিতরণে ব্যস্ত বর্ষা।