লোকসংগীতের সুরে মুগ্ধ শ্রোতারা
লোকসংগীতের সুর মানুষকে কেবলই টানে। হাজার বছর পরও এসব গানের আবেদন বরং বেড়েই চলেছে। দেশের লোকগান বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান কমিউনিকেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের উৎসব। ঢাকার আর্মি স্টেডিয়ামে গতকাল ছিলো এ আসরের দ্বিতীয় দিন।
-
‘জীবনরে জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে।’ অনেক বছর ধরে এই গান শুনে আসছে কোটি কোটি শ্রোতা। কতো ভেসেছেন চোখের জলে। ফোক ফেস্টের দ্বিতীয় দিনে এই গান শুনিয়ে দর্শকের মনে ঝড় তুলেছেন কাজল দেওয়ান। ছবি: মাহবুব আলম
-
ফোক ফেস্টের দ্বিতীয় দিনের প্রধান চমক ছিলেন পাকিস্তানের গায়িকা হিনা নাসরুল্লাহ। সুরেলা কণ্ঠের জন্য বিশ্বজুড়ে পরিচিতি তার। বিশেষ করে কোক স্টুডিওর মাধ্যমে পেয়েছেন তিনি ব্যাপক পরিচিতি। ছবি: মাহবুব আলম
-
গানের তালে তালে মুগ্ধ দর্শক। ছবি: মাহবুব আলম
-
মাথায় সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি, কাঁধে ঝোলানো লাল রঙের গামছা। ফোকফেস্টের মঞ্চে আসলেন ফোক গানের জনপ্রিয় শিল্পী ফকির শাহাবুদ্দীন। তাকে দেখেই উচ্ছ্বাস প্রকাশ করলেন দর্শকরা। ছবি: মাহবুব আলম
-
গান গাওয়ার মাঝে বাংলাদেশকে ধন্যবাদ দিয়েছেন বারবার। মালির লোকসংগীতের জীবন্ত কিংবদন্তি বলা হয় হাবিব কইটেকে। নব্বইয়ের দশকের শুরুতে তার প্রথম অ্যালবাম মুসো কো বিশ্বব্যাপী সংগীতপ্রেমীদের দৃষ্টি কাড়ে। ছবি: মাহবুব আলম
-
গান শোনাচ্ছেন হিনা নাসরুল্লাহ। ছবি: মাহবুব আলম