দৃষ্টিপাতের নতুন নাটক জ্বালা
মঞ্চে এসেছে দৃষ্টিপাত নাট্যদলের নতুন নাটক ‘জ্বালা’।
-
বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে গতকাল (৩ জুন) সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হয়েছে দৃষ্টিপাত নাট্যদলের নতুন নাটক ‘জ্বালা’। ছবি : মাহবুব আলম।
-
ঋত্বিক ঘটকের গল্প অবলম্বনে এর নিদের্শনা দিয়েছেন অভিজিৎ সেনগুপ্ত। ছবি : মাহবুব আলম।
-
১৯৫০ সালে রচিত এ নাটকের প্রেক্ষাপট সমাজের কঠিন বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য ও অভাব-অনটনকে কেন্দ্র করে জ্বালা নাটকের কাহিনি গড়ে উঠেছে। ছবি : মাহবুব আলম।
-
শোষক ও শোষিতের দ্বন্ধ নিয়ে নাটকের মূল গল্প। পাশাপাশি যোগ হয়েছে সাম্প্রতিক সময়ের কিছু বাস্তব চরিত্র। ছবি : মাহবুব আলম।
-
জ্বালা নাটকের সুর ও আবহ পরিকল্পনায় ছিলেন পরিমল মজুমদার, পোশাক পরিকল্পনায় ড. আইরীন পারভীন লোপা কোরিওগ্রাফিতে সামিউন জাহান দোলা, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়। ছবি : মাহবুব আলম।
-
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সুমী ইসলাম, মারুফ ইসলাম, আবদুল হালিম আজিজ, রাকিব হোসেন প্রমুখ। ছবি : মাহবুব আলম।