ঢাকার মঞ্চ মাতালেন নোবেল
রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির নবরাত্রী হলে কনসার্টে এক কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে গান গেয়ে ভারতীয় টিভি চ্যানেল ‘জি বাংলা’র ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল দর্শকদের মুগ্ধ করেছেন।
-
অনুষ্ঠানে গেয়ে মঞ্চ মাতালেন নোবেল। ছবি: মাহবুব আলম
-
অনুষ্ঠানের প্রধান চমক ছিলেন ভারতের দুই শিল্পী ‘আশিকি ২’ সিনেমার ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি ও বলিউড তারকা সানা খান। ছবি: মাহবুব আলম
-
সন্ধ্যা ৬টায় কনসার্ট শুরু হওয়ার কথা থাকলেও ২ ঘণ্টা বিলম্বে রাত সাড়ে ৮টার পরে কনসার্ট শুরু হয়।
-
১০টা ৪৬ মিনিটে স্টেজে আসেন নোবেল। শুরু করেন আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে। এরপর ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি গেয়ে শোনান। ছবি: মাহবুব আলম
-
কসার্টে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: মাহবুব আলম
-
জেমসের গাওয়া ‘তারায় তারায়’, ‘বাবা’ গানে উচ্ছ্বাসে মেতে ওঠে দর্শক। খ্যাতিমান শিল্পীদের জনপ্রিয় সব গান কাভার করে মানুষের মন জয় করে নেন এই শিল্পী। ছবি: মাহবুব আলম
-
এর পরেই স্টেজে হাজির হন ভারতীয় শিল্পী সানা খান। ‘ছাম্মা ছাম্মা’, ‘বাম ডিগি ডিগিবাম’, ‘পাল্লু লাটকে’সহ জনপ্রিয় বেশকিছু হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেন। ছবি: মাহবুব আলম