শীতার্ত মানুষকে ভালোবাসার উষ্ণতা ছড়াতে ‘প্রাণ আপ’
শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ও ব্যবহৃত প্লাস্টিক নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড ‘প্রাণ আপ’। এ উদ্যোগের সাথে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।
-
প্রাণ আপ-এর এই ক্যাম্পেইনের নাম দেয়া হয়েছে ‘ছড়াই ভালোবাসার উষ্ণতা’। বৃহস্পতিবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শীতার্তদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি ব্যবহৃত প্লাস্টিক নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘ভালোবাসার উষ্ণতা ছড়াতে’-ক্যাম্পেইনের লোগো উন্মোচন করা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
‘ভালোবাসার উষ্ণতা ছড়াতে’-ক্যম্পেইন উদ্বোধনের পর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পূর্ণিমা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনুষ্ঠানে প্রাণ বেভারেজ লিমিটেড এর নির্বাহী পরিচালক আনিসুর রহমান বলেন, ‘২৪ জানুয়ারি শুরু হয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে এ ক্যাম্পেইন।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা বলেন, ‘আমরা যে বোতলগুলো যেখানে সেখানে ফেলি বা অপচয় করি। তা না করে নির্দিষ্ট স্থানে ফেলা হলে সেই বোতলগুলো পুনরায় ব্যবহার করা যায়। সেখান থেকে হওয়া আয়ের পুরো অংশ ব্যয় হবে শীতার্ত মানুষের জন্য।’ ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রাণ আপ এর ব্র্যান্ড ম্যানেজার তন্ময় দাস, বেস্ট বাই এর হেড অব মার্কেটিং মেহেদী হাসান এবং প্রাণ-এর জনসংযোগ বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার জিয়াউল হক উপস্থিত ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ