মঞ্চে আলী যাকের
বিরতির পর আবারও অভিনেতা আলী যাকের মঞ্চে নিয়মিত অভিনয় করছেন।
-
সোমবার (১৬ মে) সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় খ্যাতিমান অভিনেতা আলী যাকের ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চনাটকে অভিনয় করেছেন। ছবি : মাহবুব আলম।
-
অভিনেতা আলী যাকেরের কাছেও ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি অনেক প্রিয়। ছবি : মাহবুব আলম।
-
আলী যাকের অভিনীত ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি বের্টল্ড ব্রেখটের মূল নাটক থেকে অনুবাদ করেছেন নাট্যজন আসাদুজ্জামান নূর। সেই সঙ্গে তিনি এটি নির্দেশনাও দিয়েছেন। ছবি : মাহবুব আলম।
-
‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটি সর্বপ্রথম ১৯৭৭ সালে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চস্থ করে। এরপর নিয়মিত মঞ্চায়নে নাটকটি দর্শকের প্রশংসা অর্জন করে। ছবি : মাহবুব আলম।
-
‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকে আলী যাকেরের সঙ্গে সারা যাকের যুগলবন্দি হয়ে অভিনয় করছেন। ছবি : মাহবুব আলম।
-
আলী যাকের ছাড়াও ‘দেওয়ান গাজীর কিসসা’ নাটকটিতে আরও অভিনয় করছেন সারা যাকের, রুনা খান, মোস্তাফিজ শাহীন, ফারুক আহমেদ, লাবণ্য, শামীমা নাজনীন, প্রমুখ। ছবি : মাহবুব আলম।