ঈদে বিশ্বকাপ নিয়ে জাহিদ-চঞ্চল-তিশার ‘ফেয়ার প্লে’
বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল এক উন্মাদনার নাম। এই বিশ্বকাপকে উপজীব্য করে অনেক নাটকও নির্মাণ হয়ে থাকে। লেখক ও নাট্যকার পলাশ মাহবুবের রচনায় এবারেও নির্মিত হয়েছে ‘ফেয়ার প্লে’ শীর্ষক একটি নাটক।
-
বিশ্বকাপ ও ঈদুল ফিতরকে উপলক্ষ করে নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ এ নাটকটি।
-
নাটকটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। নাটকের একটি দৃশ্যে জাহিদ হাসান চঞ্চল চৌধুরী ও তিশা। ‘ফেয়ার প্লে’ নাটকে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও জাহিদ হাসান।
-
নাটকের প্রতিটি দৃশ্যে থাকছে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা। চঞ্চল চৌধুরীকে ব্রাজিলের সমর্থক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
-
‘ফেয়ার প্লে’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জাহিদ বলেন, ‘চমৎকার গল্পের একটি পারিবারিক নাটক। আমাদের দেশে নাটকের বাজেট কমে গেছে বলে নির্মাতাকে বাধ্য হয়েই অনেক চরিত্র কমিয়ে ফেলতে হয়। কিন্তু এই নাটকটিতে এমন কিছু করা হয়নি।’
-
‘ফেয়ার প্লে’ নাটকের একটি দৃশ্যে আবুল হায়াত ও দিলারা জামান। এছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন, রুনা খান, আব্দুল্লাহ রানা, শাহেদ আলী সুজন, সুজাত শিমুলসহ আরও অনেকে।
-
বাংলাভিশনে ঈদের প্রথম সাতদিন ‘ফেয়ার প্লে’ প্রচারিত হবে।