মঞ্চে এসেছে ‘হাছনজানের রাজা’
ঢাকার নাট্যদল প্রাঙ্গণেমোর আজ মঞ্চে এনেছে ‘হাছনজানের রাজা’।
-
অনেক কিংবদন্তি গানের স্রষ্টা হাসন রাজা আজ মূর্ত হলেন ঢাকার মঞ্চে। ‘হাছনজানের রাজা’ মঞ্চ নাটকের একটি দৃশ্য। ছবি : মাহবুব আলম
-
শাকুর মজিদের লেখা, অনন্ত হিরার নির্দেশনায় নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ছবি : মাহবুব আলম
-
নির্দেশক জানালেন, একালের মানস সরোবরের ভাবনায়, কল্পনায়, মোহে এক শ বছর আগের হাসন রাজাকে দেখাতে চেয়েছেন তারা। গানে আর সংলাপে এগিয়ে যায় গল্প। ছবি : মাহবুব আলম
-
‘হাছনজানের রাজা’ নাটকের গান-সংলাপ-আলো-ছায়ায় বাংলাদেশে ভাটি অঞ্চল হয়ে উঠেছে মঞ্চ। ছবি : মাহবুব আলম
-
‘হাছনজানের রাজা’ নাটকে অভিনয় করেছেন রামিজ রাজু, আউয়াল রেজা, মাইনুল তাওহীদ, সাগর রায়, শুভেচ্ছা রহমান, সবুক্তগীন শুভ, জুয়েল রানা প্রমুখ। ছবি : মাহবুব আলম
-
‘হাছনজানের রাজা’ প্রাঙ্গণেমোরের ১৩ তম প্রযোজনা। নাটকের মঞ্চ পরিকল্পনা করেছেন ফয়েজ জহির। সংগীত পরামর্শক শিল্পী সেলিম চৌধুরী, পরিকল্পনা রামিজ রাজু। ছবি : মাহবুব আলম