জামালপুরে ৮ দিনব্যাপী নাট্যোৎসব
জামালপুরে শুরু হয়েছে ৮ দিনব্যাপী নাট্যোৎসব।
-
‘জ্বেলে দিয়ে যাই আঁধার বিনাশী আলো’-এই শ্লোগানকে ধারণ করে জামালপুরে শুরু হয়েছে বিস্ক ক্লাব থিয়েটার অঙ্গন নাট্যোৎসব-২০১৬।
-
শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাট্যোৎসবের উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।
-
থিয়েটার অঙ্গনের অধিকারী নাট্যকার শাহীন রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
-
নাট্যোৎসবে আরও বক্তব্য রাখেন নাট্যজন ফজলুল করিম ভানু, কবি অধ্যাপক আব্দুল হাই আল-হাদী, নাট্যজন ওবায়দুল্লাহ সুজা প্রমুখ।
-
জামালপুরের অন্যতম নাট্যদল থিয়েটার অঙ্গন আয়োজিত এই নাট্যোৎসব চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
-
এ উৎসবে শনিবার উদ্বোধনী দিনে আলী যাকের নির্দেশিত নাটক দর্পণে শরৎ শশী মঞ্চস্থ করে ঢাকার দেশ নাট্যদল।