রাঢ়াঙ নিয়ে তমালিকা
অভিনেত্রী তমালিকা কর্মকার ছোট পর্দার পাশাপাশি মঞ্চে রাঢ়াঙ নাটকে অভিনয় করছেন।
-
জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার ছোট পর্দার পাশাপাশি রাঢ়াঙ শীর্ষক একটি মঞ্চনাটকে অভিনয় করছেন।ছবি : মাহবুব আলম।
-
গতকাল সন্ধ্যায় (২০ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে নাটকটি। ছবি : মাহবুব আলম।
-
তমালিকা কর্মকার অভিনীত ‘রাঢ়াঙ’ নাটকটি রচনা ও নিদের্শনা দিয়েছেন বিশিষ্ট নাট্যজন মামুনুর রশীদ। ছবি : মাহবুব আলম।
-
তমালিকা কর্মকার ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, শামীম জামান, জয়রাজ, হাশিম মাসুদ প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
রাঢ়াঙ নাটকের গল্প গড়ে উঠেছে সাঁওতালদের নিয়ে। ভারতীয় উপমহাদেশে ঔপনিবেশিক ব্রিটিশের বিরুদ্ধে যারা প্রথম সশস্ত্র প্রতিরোধে রুখে দাঁড়ায় তারা সাঁওতাল। ছবি : মাহবুব আলম।
-
তমালিকা কর্মকার জানান, ইচ্ছে থাকলেও টিভি নাটকের ব্যস্ততার কারণে মঞ্চনাটকে খুব একটা সময় দিতে পারছেন না। ছবি : মাহবুব আলম।