রাশেদ আলমের চিত্রপ্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ গ্যালারীতে শুরু হয়েছে ‘থ্রি শ্যাডোস অব আর্ট’ শিরোনামে শিল্পী মো. রাশেদ আলমের একক চিত্র প্রদর্শনী।
-
শিল্পী মো. রাশেদ আলমের প্রথম প্রদর্শনী শুক্রবার উদ্বোধন করা হয়।
-
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, শিল্প সমালোচক মহিউদ্দিন খালেদ এবং ঢাকা আর্ট কলেজের অধ্যক্ষ গোবিন্দ রায়।
-
শিল্পী মো. রাশেদ আলমের প্রথম একক প্রদর্শনীতে দ্বৈতবাদী চিত্রকলা, ভাস্কর্য এবং অনুচিত্র এ তিন ধরণের শিল্পকর্ম তিনি উপস্থাপন করবেন।
-
আগামী ১৫ এপ্রিল এ প্রদর্শনী চলবে।
-
সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ চিত্রপ্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
-
চিত্রপ্রদর্শনীর শুরু থেকেই বিপুল আগ্রহ নিয়ে দর্শকরা দেখতে আসছেন।