নাট্যোৎসবে ‘তোরা সব জয়ধ্বনি কর’
৩০ মার্চ ‘ভাঙা গড়া নাট্যোৎসব’-এ ‘তোরা সব জয়ধ্বনি কর’ নাটকের দ্বিতীয় মঞ্চায়ন হয়েছে।
-
বুধবার (৩০মার্চ) ছিলো ‘ভাঙা গড়া নাট্যোৎসব’-এর শেষ দিন। এদিন রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতিতে মঞ্চস্থ হয়েছে নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘তোরা সব জয়ধ্বনি কর’। ছবি : মাহবুব আলম।
-
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন মঞ্চ সারথি আতাউর রহমান। ছবি : মাহবুব আলম।
-
সৈয়দ শামসুল হকের রচনায় নাটকটির কাহিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। ১৮ মার্চ শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিলো। ছবি : মাহবুব আলম।
-
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল সৈকত, আল মামুন, জুয়েইরিযাহ মউ, সাইদুর রাহমান, শেফালী পারভীন, আবদুল আজিজ প্রমুখ।
-
এ নাটকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন ভয়াবহতা, অনিশ্চয়তা ও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষের গল্পও উঠে এসেছে। ছবি : মাহবুব আলম।
-
‘এই নাটকটি মূলত মানুষের ইতিহাসের নাটক।’ নিজের লেখা নাটক নিয়ে কথাগুলো বলেছেন সৈয়দ শামসুল হক। ছবি : মাহবুব আলম।