ইকবাল খন্দকারের ঈদ উপহার
কথাসাহিত্যিক-উপস্থাপক ইকবাল খন্দকার এবারের ঈদেও দর্শকদের জন্য ঈদ উপহার নিয়ে থাকছেন ছোটপর্দায়। এবারের অ্যালবামে থাকছে ইকবালের ‘গল্পে শুনি যাদের নাম’ শিরোনামের ঈদ অনুষ্ঠানের ছবি।
-
ইকবাল খন্দকারের পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা এবং চিরচেনা সব গল্পের সুপরিচিত চরিত্রদের অংশগ্রহণে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বিশেষ অনুষ্ঠান ‘গল্পে শুনি যাদের নাম’।
-
‘গল্পে শুনি যাদের নাম’ অনুষ্ঠানে থাকছে ঠাকুর মা, নাসিরুদ্দিন হোজ্জা, আলীবাবা ও ডালিম কুমারের রহস্যময় উপস্থিতি। যে উপস্থিতি দর্শকদের হাসাবে, তাদের বোধশক্তিকে আন্দোলিত করবে আর ফিরিয়ে নিয়ে যাবে ছেলেবেলার সেই গল্পমুখর দিনগুলোর কাছে।
-
‘গল্পে শুনি যাদের নাম’ অনুষ্ঠানে খ্যাতিমান অভিনেতা ড. ইনামুল হককে নাসিরুদ্দিন হোজ্জার চরিত্রে দেখা যাবে। অনুষ্ঠানটি ৪ সেপ্টেম্বর দুপুর ১টায় বিটিভিতে প্রচার হবে।
-
ভিন্নস্বাদের এই অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন-‘ঈদে দর্শকরা ব্যতিক্রম কিছু প্রত্যাশা করেন। আমাদের বিশ্বাস, অনুষ্ঠানটি তাদের সেই প্রত্যাশা পূরণ করবে।’