দুই বাংলার প্রিয়মুখ ফেরদৌস
ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক ফেরদৌস আহমেদ দুই বাংলায় দর্শকপ্রিয়তা লাভ করেছেন। সম্প্রতি জাগো নিউজের ক্যামেরাবিন্দ হয়েছেন তিনি।
-
‘হঠাৎ বৃষ্টি’খ্যাত নায়ক ফেরদৌস আহমেদ হাস্যোজ্জ্বল মুখে জাগো নিউজের ক্যামেরাবন্দি হয়েছেন। রোদ চশমায় তার হাসির রাশি যেন সূর্যালোকের সঙ্গে মিশেছে। ছবি : মাহবুব আলম
-
ফেরদৌস আহমেদ ১৯৯৮ সালে ভারতীয় খ্যাতিমান চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করে দুই বাংলাতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
-
বর্তমানে দুই বাংলাতেই ফেরদৌস চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশপাশি তিনি মডেলিং, টিভি উপস্থাপনা ও টেলিভিশন নাটকে অভিনয় করছেন।
-
চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য ফেরদৌস চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
-
ফেরদৌসের ক্যারিয়ারে উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে,- ‘হঠাৎ বৃষ্টি’, ‘গঙ্গাযাত্রা’, ‘কুসুম কুসুম প্রেম’, ‘এক কাপ চা’, ‘চুপি চুপি’, ‘প্রেমের জ্বালা’, ‘প্রাণের মানুষ’, ‘চন্দ্রকথা’, ‘ফুলের মত বউ’, ‘দুই নয়নের আলো’ প্রভৃতি।
-
ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেও চলচ্চিত্রে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন।
-
চলচ্চিত্রে আসার আগে ফেরদৌস র্যাম্প মডেল হিসেবে কাজ করেছেন। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে র্যাম্পে তার অভিষেক ঘটে।
-
ফেরদৌস ২০১৫ সালে আরএফএল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন এবং তিনটি বিজ্ঞাপনে কাজ করেন। দর্শকদের আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে চান তিনি।