শিল্পকলায় সে রাতে পূর্ণিমা ছিলো
আপডেট: ১১:৪৬ এএম, ০৬ আগস্ট ২০১৭
শিল্পকলায় নাট্যদল আরশিনগরের মঞ্চনাটক ‘সে রাতে পূর্ণিমা ছিলো’ মঞ্চস্থ হয়েছে।
-
নাট্যদল আরশিনগরের প্রযোজনায় মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ‘সে রাতে পূর্ণিমা ছিলো’। ছবি : মাহবুব আলম।
-
শহীদুল জহিরের উপন্যাস অবলম্বনে ‘সে রাতে পূর্ণিমা ছিলো’ নাটকটির নির্দেশনায় ছিলেন রেজা আরিফ। ছবি : মাহবুব আলম।
-
‘সে রাতে পূর্ণিমা ছিলো’ নাটকটির কাহিনি প্রেম ও সামষ্টিক বিহবলতার ওপর ভিত্তি করে বিন্যস্ত হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, সোহেল, জোবায়দুর, বাপ্পা, ইউনুস, পার্থ, ডেইজি, জুম্মন, রূপা প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
এ নাটকে দেখা গেছে, সুহাসিনী গ্রামের মফিজুদ্দিন সপরিবারে নিহত হওয়ার নানা ঘটনা। ছবি : মাহবুব আলম।
-
নাটকটি দেখতে আসা দর্শকের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। ছবি : মাহবুব আলম।