নুহাশপল্লীতে হুমায়ূন স্মরণ
জনপ্রিয় কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এবারের অ্যালবামে থাকছে গাজীপুরের নুহাশপল্লীতে হুমায়ূন স্মরণ আয়োজনের ছবি।
-
হুমায়ূন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে তার সমাধীস্থলে মোনাজাত করা হচ্ছে।
-
কবর জিয়ারত ও মোনাজাতে অংশ নেন হুমায়ূন আহমেদের স্ত্রী, সন্তান ও ভক্ত অনুরাগীরা। এ উপলক্ষে নুহাশপল্লীতে কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
-
শ্রদ্ধা জানাতে এসেছেন হুমায়ূন ভক্তরা। জানাগেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীর আশপাশের মাদরাসা ও এতিমখানার ছাত্র, পরিবারের সদস্য এবং হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠ কয়েকজন লেখকসহ প্রায় ৬শ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
-
মৃত্যু দিবসে বাবাকে স্মরণ করছে প্রয়াত হুময়ূন আহমেদের দুই শিশুপুত্র নিশাদ ও নিনিত।
-
‘নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে’ লেখা ব্যানার নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে হিমু পরিবহনের সদস্যরা।
-
হুমায়ূন আহমেদের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বিপুলসংখ্যক দর্শনার্থী নুহাশপল্লীতে আসছেন।