দুই সংগীত কিংবদন্তির ভিডিও আনছে প্রাণ
বাংলা সংগীতের দুই কিংবদন্তি মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর গানের ভিডিও আনছে দেশের অন্যতম খাদ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ। এবারের অ্যালবামে থাকছে গান নিয়ে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের ছবি।
-
বাংলা সংগীতের দুই কিংবদন্তি মুজিব পরদেশী ও আবদুল গফুর হালীর গানের ভিডিও এনেছে দেশের অন্যতম খাদ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ। ছবি : মাহবুব আলম
-
দুই কিংবদন্তির গানের ভিডিও নির্মাণ করেছেন রোদোয়ান রনি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন নির্মাতা। ছবি : মাহবুব আলম
-
সংবাদ সম্মেলনের এক ফাঁকে ক্যামেরাবন্দি হয়েছেন শিল্পী মুজিব পরদেশী। ছবি : মাহবুব আলম
-
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় মুুজিব পরদেশীর ‘আমি কেমন করে’ ও ‘হলুদিয়া পাখি’ এবং আবদুল গফুর হালীর গাওয়া ‘সোনা বন্ধু’ ও ‘পাঞ্জাবিওয়ালা’ গানগুলোর ভিডিও তৈরি করা হয়েছে। ছবি : মাহবুব আলম
-
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে ফটো সেশন করা হয়। ছবি : মাহবুব আলম