মঞ্চে রবীন্দ্রনাথের বদনাম
আপডেট: ১২:১৪ পিএম, ০৬ আগস্ট ২০১৭
মহিলা সমিতিতে মঞ্চস্থ হলো নাটক ‘বদনাম’।
-
রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চস্থ হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটক ‘বদনাম’। ছবি : মাহবুব আলম।
-
‘বদনাম’ নাটকটি সোমবার (১৪ মার্চ) সন্ধ্যায় ‘সংলাপ গ্রুপ থিয়েটার’ পরিবেশন করে। ছবি : মাহবুব আলম।
-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে স্বদেশী আন্দোলনের উপাখ্যানে ‘বদনাম’ নাটকটি মঞ্চস্থ হয়েছে। ছবি : মাহবুব আলম।
-
মোস্তফা হীরার নাট্যরূপ ও নির্দেশনায় নাটকের সেট ও লাইট ডিজাইন করেছেন জুনায়েদ ইউসুফ। ছবি : মাহবুব আলম।
-
হাবীব ও সেলিনা আক্তার প্রিয়ার পোষাক পরিকল্পনায় ও রূপ সজ্জায় ছিলেন সুভাশীষ দত্ত তন্ময়। ছবি : মাহবুব আলম।
-
‘বদনাম’ নাটকটিতে অভিনয় করেছেন,- মঈনুদ্দীন হাসান খোকন, জাকিয়া হক নীলা, মো. মাইনুল ইসলাম, মাসুদ আলম বাবু, শাকিল আহমেদ, রাজিব লোচন মণ্ডল প্রমুখ। ছবি : মাহবুব আলম।