মধুর মেলা মাতালেন মমতাজ
ফোকসম্রাজ্ঞী মমতাজ তার বাবা মধু বয়াতির স্মরণে মধুর মেলার আয়োজন করেছেন। এতে তিনি গানে গানে ভক্তদের মাতিয়েছেন।
-
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভাকুয়া গ্রামে এ মেলা অনুষ্ঠিত হয়েছে মধুল মেলা। এতে সংগীত পরিবেশন করছেন মমতাজ। ছবি : মাহবুব আলম
-
১ জানুয়ারি থেকে তিনদিনব্যাপী এই মেলা শুরু হয়েছিল। এতে বাউলশিল্পীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর গানের আসর বসেছিলো। ছবি : মাহবুব আলম
-
গানে নিমগ্ন মমতাজ। তার আয়োজিত মধুর মেলা এখন একটি বাৎসরিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। ছবি : মাহবুব আলম
-
দর্শক-শ্রোতার সারিতে বসে আছেন মমতাজ। মধুর মেলা উপলক্ষে বর্তমানে মমতাজ মানিকগঞ্জে রয়েছেন। ছবি : মাহবুব আলম
-
প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য বাউল-সাধকরা এ মেলায় উপস্থিত হন। এতে তাদের অংশগ্রহণে রাতভর গান-বাজনা চলে। মমতাজও নিয়মিত এতে অংশগ্রহণ করেন। ছবি : মাহবুব আলম
-
এ মেলায় বাউল-সাধকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হয়। এবারের মেলাটি আরও বড় পরিসরে আয়োজন করেছি। ছবি : মাহবুব আলম