চলচ্চিত্রের বর্ষসেরা নায়কেরা
এ বছর আলোচনায় ছিলেন ঢাকাই ছবির একাধিক নায়ক। তাদের প্রত্যেকেরই দু-চারটি করে ছবি মুক্তি পেয়েছে। তাদের মধ্য থেকে ৫ আলোচিত নায়কের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
শাকিব খান : চলতি বছর শাকিব খান অভিনীত আটটি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে রোজার ঈদে মুক্তি পেয়েছে তিনটি আর কুরবানির ঈদে দুটি। রোজার ঈদে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ সুপারহিট ছবির তালিকায় ঠাঁই পায়। সবমিলিয়ে আরো পর্দার বাইরেও আলোচনার শীর্ষে ছিলেন শাকিব খান। ছবি : মাহবুব আলম
-
চঞ্চল চৌধুরী : বছরজুড়ে নাটকে নানামাত্রিক চরিত্রে পাওয়া যায় চঞ্চল চৌধুরীকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেপ্টেম্বরে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ ছবিতে চঞ্চল চৌধুরীর অভিনয় চারদিকে হৈচৈ ফেলে দেয়। মাত্র একটি ছবিতে অভিনয় করে চঞ্চলের চাঞ্চল্য অভিনয়ের তারিফ করেছেন সবাই।
-
সাইমন : সাইমন অভিনীত চারটি ছবি মুক্তি পেয়েছে ২০১৬ সালে। ছবিগুলো ব্যবসায়িকভাবে সফলতা না পেলেও এই নায়ক তার অভিনয় দিয়ে নিজের ভিত্তি মজবুত করেছেন। আশা করা যাচ্ছে আগামী বছরটি দারুণ কাটবে ‘পোড়ামন’ খ্যাত এই নায়কের।
-
আরিফিন শুভ : সুঠাম দেহের অধিকারী এই নায়কের তিনটি ছবি মুক্তি পায় এ বছর। তিনটি ছবিই মুক্তির আগে নানা আলোচনা হয়। ‘মুসাফির’, ‘অস্তিত্ব’ এবং ‘নিয়তি’। ছবি তিনটি ব্যবসায়িকভাবে মুখ থুবড়ে পড়লেও শুভ নিজেকে আলাদা করে প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
বাপ্পী : চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর ৫টি ছবি মুক্তি পেয়েছে চলতি বছরে। ৫টি ছবিতে বাপ্পী নিজেকে প্রমাণ করার যথেষ্ট সুযোগ পেয়েও জ্বলে উঠতে পারেননি। বছরের শুরুতে বাপ্পীর ‘সুইটহার্ট’ ছবিটি মুক্তি পায়। এরপর ‘অনেক দামে কেনা’, ‘বাজে ছেলে’, ‘এক রাস্তা’ ছবিগুলো তেমন ব্যবসা কিংবা দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়াতে পারেনি।