ফোক ফেস্ট যেন শিল্পী-শ্রোতার মিলনমেলা
বৃহস্পতিবার (১০ নভেম্বর) থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে লোকসংগীতের আন্তর্জাতিক আসর। বিশ্বের নানা প্রান্তের জনপ্রিয় শিল্পীরা এখানে অংশ নিচ্ছেন। ফোক ফেস্ট যেন শিল্পী-শ্রোতার মিলনমেলায় পরিণত হয়েছে। ফোক ফেস্টের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
এদেশের মাটির গান, মানুষের প্রাণের গান-লোকগান। এই গাই নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হয়েছে লোকসংগীতের আন্তর্জাতিক আসর। এতে দেশ-বিদেশের লোকসংগীত শিল্পীর অংশ নিচ্ছেন। ছবি : মাহবুব আলম
-
ফোক ফেস্টে সংগীত পরিবেশনায় মগ্ন রয়েছেন বিশিষ্ট লোকসংগীতশিল্পী শফি মণ্ডল। ছবি : মাহবুব আলম
-
উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শকরা হাজির হয়েছেন উৎসব প্রাঙ্গণ ঢাকার আর্মি স্টেডিয়ামে। ছবি : মাহবুব আলম
-
লোকসংগীতের পাশাপাশি আগত দর্শকরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা দেখে বিমোহিত হয়েছিলেন। ছবি : মাহবুব আলম
-
রাতের মায়বী আঁধারে দর্শক-শ্রোতারা মেতেছিলো নৃত্যে তালে তালে। ছবি : মাহবুব আলম
-
লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গেল বছর সান ইভেন্টস আয়োজন করে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল। ছবি : মাহবুব আলম
-
সংগীত পরিবেশন করছেন ভারতের খ্যাতিমান শিল্পী কৈলাস খের। ছবি : মাহবুব আলম
-
নিরাপত্তার চাদরে ঢাকা অনুষ্ঠানটির দ্বিতীয় দিনের শুরুতেই মঞ্চে আসেন বংশীবাদক জালাল, ঢুলী নজরুল এবং কক্সবাজারের বিস্ময় প্রতিভা জাহিদ। ছবি : মাহবুব আলম