গানের মানুষ কাঙ্গালিনী সুফিয়া
গানের মানুষ কাঙ্গালিনী সুফিয়াকে নিয়ে এই অ্যলবাম।
-
কাঙ্গালিনী সুফিয়ার ‘পরাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’-এই গান শোনেনি বাংলা ভাষাভাষী এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে হয়তো। ছবি : মাহবুব আলম।
-
অভাবের সংসারে প্রতিনিয়ত জীবন সংগ্রামে লিপ্ত থাকলেও গানকে কখনও ছাড়েননি কাঙ্গালিনী সুফিয়া। গতকাল তিনি রাজধানীর বনানীতে শিল্পী আনুশেহ আনাদিলের ‘মা’ অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছবি : মাহবুব আলম।
-
কাঙ্গালিনী সুফিয়ার প্রকৃত নাম টুনি হালদার। তিনি ১৯৬১ জন্মগ্রহণ করেন। সুফিয়া বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের অন্যতম। ছবি : মাহবুব আলম।
-
‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই, ‘পরাণের বান্ধবরে, বুড়ি হইলাম তোর কারণে, ‘নারীর কাছে কেউ যায় না’, ‘আমার ভাটি গাঙের নাইয়া প্রভৃতি গানের জন্য তিনি বিখ্যাত সুফিয়া এদেশের সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ছবি : মাহবুব আলম।
-
গ্রাম্য একটি গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪ বছর বয়সে সুফিয়া তার সঙ্গীত জীবন শুরু করেন।
-
মাত্র ১৫ বছর বয়সে সুধির হালদার নামের একজন বাউলের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়, যদিও সে বিয়ে বেশি দিন টেকেনি। ছবি : মাহবুব আলম।