শিল্পকলার মঞ্চে শকুন্তলা
শিল্পকলার মঞ্চে শকুন্তলা নিয়ে এ অ্যালবাম সাজানো হয়েছে।
-
দীর্ঘদিন পর ঢাকার মঞ্চে আবারো এল কালিদাসের ‘শকুন্তলা’। ব্যস্ত নগরীর নৃত্যগীতপ্রেমীদের ছুটির সন্ধ্যাটা আনন্দে ভরিয়ে দিল এই মঞ্চায়ন। ছবি : মাহবুব আলম।
-
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নৃত্যনাট্য শকুন্তলা। ছবি : মাহবুব আলম।
-
কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম-এর কাহিনি অবলম্বনে সামিনা হোসেনের নির্দেশনায় এটি মঞ্চায়ন করেছে নাচের দল ভাবনা-এর শিল্পীরা। ছবি : মাহবুব আলম।
-
শকুন্তলা নৃত্যনাট্যের মঞ্চসজ্জা, আলো, কাজী নজরুলের গানে নানা বয়সী শিল্পীর নাচও মুগ্ধ করেছে দর্শকদের। ছবি : মাহবুব আলম।
-
শকুন্তলা নৃত্যনাট্যের এই অসাধারণ মঞ্চায়ন ঢাকার দর্শকদের বিমোহিত করেছে। এটি দেখতে আসা দর্শকদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মত। ছবি : মাহবুব আলম।
-
শকুন্তলা নৃত্যনাট্যের আয়োজনে সহযোগিতা করেছে শিল্পকলা একাডেমি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ছবি : মাহবুব আলম।