মঞ্চস্থ হয়েছে মঞ্চনাটক অলিখিত উপাখ্যান
আপডেট: ১২:৩৭ পিএম, ০৯ আগস্ট ২০১৭
মঞ্চস্থ হয়েছে মঞ্চনাটক অলিখিত উপাখ্যান এই নিয়ে সাজানো হয়েছে অ্যালবাম।
-
রিজিয়া রহমানের উপন্যাস অবলম্বনে মঞ্চস্থ হয়ে মঞ্চনাটক ‘অলিখিত উপাখ্যান’। নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা লাভ করেছে। ছবি : মাহবুব আলম।
-
‘অলিখিত উপাখ্যান’ নাটকে মোট ১৮টি চরিত্র রয়েছে। এর মধ্যে উল্লেযোগ্য চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় গোস্বামী, শিশির সরকার, ফয়সাল আহমেদ, পরশ শাম্মি, ইসরাম তানু প্রমুখ। ছবি : মাহবুব আলম।
-
‘অলিখিত উপাখ্যান’ নাটকের মঞ্চ পরিকল্পনা ও পোস্টার করেছেন এম আসলাম লিটন, আলোক পরিকল্পনায় রয়েছেন পলাশ হেনড্রী সেন। ছবি : মাহবুব আলম।
-
বাতি ঘরের প্রযোজনায় ‘অলিখিত উপাখ্যান’ নাটকটির নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। ছবি : মাহবুব আলম।
-
‘অলিখিত উপাখ্যান’ নাটকটি শিল্পকলা একামেডিতে মঞ্চস্থ হয়েছে। ছবি : মাহবুব আলম।