শুভ জন্মদিন গানের ‘যুবরাজ’ আসিফ
প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৫ মার্চ ২০২৫
আপডেট: ১০:৫৬ এএম, ২৫ মার্চ ২০২৫
গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবরের জন্মদিন আজ। ১৯৭২ সালের এই দিনে কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
২০০১ সালে প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ করে রাতারাতি তারকা বনে যান আসিফ আকবর। তার এই অ্যালবাম দেশের ইতিহাসে সর্বোচ্চ বিক্রিত অ্যালবাম বলে স্বীকৃত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
-
জনপ্রিয় এই সংগীতশিল্পীর অসংখ্য গান শ্রোতাপ্রিয় হয়েছে।
-
বাংলাদেশের ক্রিকেট নিয়েও গান গেয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন আসিফ। তার ‘বেশ বেশ বেশ, সাবাস বাংলাদেশ’ গানটি জনপ্রিয়তার বিচারে বাংলাদেশ ক্রিকেটের অঘোষিত থিম সং-এ পরিণত হয়েছে।
-
জনপ্রিয় এই শিল্পী তার ক্যারিয়ারে অসংখ্য স্বীকৃতি অর্জন করেছেন।
-
শ্রেষ্ঠ শিল্পী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ছয়বার মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নিয়েছেন এই গায়ক।