শুভ জন্মদিন নন্দিত অভিনেত্রী বিপাশা হায়াত
নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতের জন্মদিন আজ। ১৯৭১ সালের এই দিনে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
অভিনেত্রীর আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা আবুল হায়াতের মেয়ে ও অভিনেতা নাট্য ও চলচ্চিত্র পরিচালক তৌকির আহমেদের স্ত্রী।
-
তিন দশকেরও বেশি সময় ধরে তিনি শিল্পের চর্চা করে চলেছেন স্বমহিমায়।
-
জন্মের পর থেকেই পেয়েছেন সাংস্কৃতিক পরিবার ও পরিবেশ। বাবা আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তার ছোট বোন নাতাশা হায়াতও একজন টিভি অভিনেত্রী।
-
আশির দশকে ‘খোলা দুয়ার’ নাটকে বাবার মেয়ে হয়েই অভিনয় শুরু করেন। এরপর যুক্ত হন নাগরিক নাট্যসম্প্রদায়ে। টিভি নাটকে প্রথমে আলোচনায় আসেন ‘অয়োময়’ ধারাবাহিক দিয়ে।
-
১৯৯০ সাল থেকেই শিল্পকলার জগতে তার বিচরণ। একে একে অভিনয় করেন শঙ্কিত পদযাত্রা, রুপনগর, ছোট ছোট ঢেউ, অন্য ভুবনের ছেলেটা, চেনা অচেনা মুখ, থাকে শুধু ভালোবাসা, বীজমন্ত্র, স্পর্শ, শেষ পর্যন্ত তোমাকে চাই, বিপ্রতীপ, অতিথি, হার জিত, আশিক সব পারে, বিষকাঁটার মত জনপ্রিয় নাটকগুলোতে।
-
তার অন্য আরেকটি প্রতিভা হলো তিনি একজন চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর সম্পন্ন করেছেন ১৯৯৮ সালে।
-
ক্যারিয়ারে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে অনেক চরিত্রকেই তিনি জীবন্ত করে তুলেছেন। তার অর্জনের ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
-
হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’তে অভিনয় করে প্রথমবার এই পুরস্কার জয় করে নেন তিনি। এ ছবিতে তিনি মুক্তিযুদ্ধে ঢাকা শহরে আটকে পড়া এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন।
-
গুণী এই শিল্পী বর্তমানে স্বামী-সন্তানের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন। সেখানে তার দুই সন্তান আরীব ও আরিশা পড়াশোনা করছেন।