শবনম ফারিয়ার জন্মদিন আজ
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার জন্মদিন আজ। ১৯৯০ সালের এই দিনে সুনামগঞ্জে জন্ম তার। জনপ্রিয় এই অভিনেত্রীর পুরো নাম শবনম ফারিয়া তৃপ্তি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে শোবিজে পা রাখেন।
-
২০১৩ সালে আদনান আল রাজীব পরিচালিত ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় খণ্ড নাটক ও ধারাবাহিক।
-
তার অভিনীত খণ্ড নাটকের তালিকায় রয়েছে- ‘কালো বরফ’, ‘মাকে আমার পরে না মনে’, ‘বুক ভরা ভালোবাসা’, ‘তবু ভালোবাসি তোমায়’, ‘মাছ পাখি ও তুমি’ ইত্যাদি। ধারাবাহিকের মধ্যে রয়েছে- ‘সোনার সেকল’, ‘দোস্ত দুশমন’, ‘ফ্যামিলি ক্রাইসিস’, ‘বকুলপুর’, ‘শান্তিপুরীতে অশান্তি’, ইত্যাদি।
-
ফারিয়া অভিনীত সিনেমা ‘দেবী’ ও মুন্সিগিরি। দেবী সিনেমায় নিলু চরিত্রে অভিনয় করে আলাদা পরিচিতি পান দর্শকপ্রিয় এই অভিনেত্রী।
-
ব্যক্তিগত জীবনে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফারিয়া পারিবারিকভাবে বিয়ে বন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিনের বন্ধু হারুন অর রশীদ অপুর সঙ্গে। তবে বিয়ের কিছুদিন পরেই তাদের বিচ্ছেদ হয়ে যায়।