প্রেমময় মুহূর্তে ফ্রেমবন্দী তাহসান-রোজা
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৪ মার্চ ২০২৫
আপডেট: ০২:০২ পিএম, ০৪ মার্চ ২০২৫
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কে ক্যামেরাবন্দী হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও তার স্ত্রী রোজা আহেমদ। ছবি: ফেসবুক থেকে
-
নিজেদের প্রেমময় ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তাহসান পত্নী।
-
ক্যাপশনে লিখেছেন, ‘একটি নিখুঁত মিশ্রণ: প্রেম কফি এবং প্রকৃতি।’
-
রোজা পরনে ছিল ডার্ক টিল গ্রিন লং ফ্লিস কোট। অন্যদিকে তাহসান নেভি ব্লু সোয়েটারের ওপর সবুজ পাফার ভেস্ট পরেছেন।
-
ব্ল্যাকওয়াটার ফলস স্টেট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এই নবদম্পতি।