শুভ জন্মদিন নুসরাত ইমরোজ তিশা
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ। ১৯৮২ সালের এই দিনে রাজশাহীতে জন্ম তার। ছবি: ফেসবুক থেকে
-
১৯৯৫ সালে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় প্রথম হন তিশা। টিভি নাটকের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু। তবে গান দিয়ে শুরু হয়েছিল তার পথচলা।
-
১৯৯৭ সালে অনন্ত হীরার লেখা ও আহসান হাবীবের প্রযোজনায় ‘সাতপেড়ে কাব্য’ নামের নাটকে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তিশা।
-
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অনেক জনপ্রিয় নাটক দর্শককে উপহার দিয়েছেন।
-
২০০৩ সাল থেকে ব্যস্ত হয়ে পড়েন অভিনয় ও মডেলিংয়ে। বর্তমানে তিশা দেশের প্রথম সারির একজন অভিনেত্রী।
-
দীর্ঘ ক্যারিয়ারে অনেক জনপ্রিয় নাটক ও বেশকিছু সিনেমাতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন তিশা।
-
তৌকীর আহমেদ পরিচালিত হালদা ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
-
২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হন। একই বছর তিনি ‘হালদা নদী’ নিয়ে সচেতনতামূলক হালদা সিনেমায় হাসু চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পান।
-
এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিশা।
-
২০১০ সালে তিশা অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
-
২০২২ সালের জানুয়ারি কন্যা সন্তানের মা হয়েছেন তিশা। তার মেয়ের নাম ইলহাম নুসরাত ফারুকী।
-
বর্তমানে কাজের পাশাপাশি স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই নায়িকা।