তারকাদের ভালোবাসা আর বসন্ত
বসন্ত আর ভালোবাসা মিলে একাকার ১৪ ফেব্রুয়ারি। মাঘের শেষ দিন সকাল থেকেই দেশের তারকারা নানা সাজে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। তারকাদের বসন্ত আর ভালোবাসা দিবস দেখে নেওয়া যাক ছবিতে ছবিতে। ছবি: ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে
-
হলুদ শাড়িতে নিজেকে রাঙিয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অভিনেত্রী তার শেয়ার করা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ফাগুন এসেছে’। সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমুজি।
-
বউ সাজে ছবি শেয়ার করেছেন পূজা চেরী। ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি ভ্যালেন্টাইনস ডে টু অল’।
-
ফেসবুকে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ফাল্গুনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী নোভা ফিরোজ। ক্যাপশনে লিখেছেন, ‘কোকিল ডাক দিক বা না দিক, ফুল ফুটুক বা না ফুটুক তারপরও জানাই ফাল্গুনের শুভেচ্ছা, নইলে আগামীকাল (আজ) ভালোবাসার চাপে ফাল্গুন হাওয়া হয়ে যেতে পারে।’
-
বসন্তের বাতাস লেগেছে অভিনেত্রী জিনাত শানু স্বাগতার মনেও। নিজের ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, গানে গানে সুরে সুরে পাতায় পাতায় রে, আড়ালে আড়ালে কোণে কোনে, আগুন লেগেছে বনে বনে’।
-
মাঘের শেষ দিনে সুন্দর দুটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
-
গায়িকা ঝিলিক তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বসন্ত কি এসে গেছে?’