ভালোবাসার রঙে নজরকাড়া ঢালিউড কুইন
প্রকাশিত: ১১:৪০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১১:৪০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
ভালোবাসার রং লাল। নানা সময় এই ভালোবাসার রঙে নিজেকে রাঙিয়েছেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ভালোবাসার এই বিশেষ দিনে দেখে নিন অপুর নজরকাড়া কিছু ছবি। ছবি: নায়িকার ফেসবুক থেকে
-
লাল স্টাইলিশ গাউনের সঙ্গে ম্যাচিং লিপস্টিকে বেশ আকর্ষণীয় লাগছে তাকে।
-
হলুদ পাড়ের লাল সুতি শাড়ি, মায়াবী চোখ আর কপালের ছোট টিপে সেজেছেন নায়িকা।
-
বড়দিনে লাল পোশাকে একমাত্র ছেলে জয়ের সঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন অভিনেত্রী।
-
ভালোবাসার রঙে বউ সাজে অপরূপ অপু।
-
লাল সালোয়ার-কামিজে ভাবুক নায়িকা।
-
লাল-নীল সাজ পোশাকে ছেলের সঙ্গে অভিনেত্রীর দুষ্ট-মিষ্টি মুহূর্ত।