জমকালো লুকে আবেদনময়ী জয়া
প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ০২:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে নজরকাড়া ছবি শেয়ার করে ভক্তদের ঘুম কাড়তে বেশ দক্ষ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
সম্প্রতি পশ্চিম বাংলার টেলিগ্রাফ টি-টুর ১৮তম বর্ষপূর্তিতে জমকালো লুকে দেখা গেছে অভিনেত্রীকে।
-
ফ্লোরছোঁয়া অরগাঞ্জা ফেব্রিকের স্লিভলেস কালো গাউনের জমকালো লুকে বেশ আবেদনময়ী লাগছে তাকে।
-
জর কাড়ছে জয়ার গাউনের সাইড কাটআউট আর ব্যাকলেস ফিচার। এতে ফুটে উঠেছে পুঁতি, বিডস আর সিকুইনের নিখুঁত কারুকাজ।
-
আউটফিটের সঙ্গে তিনি বেছে নিয়েছেন ডায়মন্ড স্টাড দুল, কালো ঘড়ি আর উঁচু করে বাধা স্টাইলিশ হেয়ারস্টাইল।
-
টেলিগ্রাফ টি-টুর ১৮তম বর্ষপূর্তিতে জয়ার সঙ্গে গোল্ডেন শাড়ির লুকে পাওলি দাম।
-
হাস্যোজ্জ্বল জয়ার সঙ্গে গোল্ডেন শাড়ির লুকে পাওলি দাম ও কালো গাউন আর লাল স্যুটে ঋতুপর্ণা।