সাফা স্পেশাল শাকশুকা
প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১২:০৯ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৫
সম্প্রতি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সাফা কবিরের স্পেশাল রেসিপি শাকশুকা। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক সাফা কবিরের শাকশুকা বানানোর প্রক্রিয়া। ছবি: সংগৃহীত
-
একটি ফ্রাইপ্যানে অলিভ অয়েল দিয়ে গরম করে নিন। এরপর এতে আলু ও টমেটো কুচি দিন।
-
এবারে এতে জিরা, ধনে ও লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে নেড়েচেড়ে নিন। এরপর আধা কাপ পানি দিয়ে ১০ মিনিট রান্না করুন।
-
আলু ও টমেটো সেদ্ধ হয়ে গেলে মিশ্রণটি প্যানের সাইডে সরিয়ে মাঝে দুটি ডিম ভেঙে দিন। চুলার আঁচ মৃদু রাখুন।
-
এতে পেঁয়াজকলি আর চিজ ছড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। ব্যাস তৈরি হয়ে গেল সাফা স্পেশাল শাকশুকা।