নানা লুকে নজরকাড়া মিম
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৪:০৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫
গ্ল্যামারাস আর আধুনিক রূপে নিজেকে প্রায়ই উপস্থাপন করেন লাক্স সুপার স্টার বিদ্যা সিনহা মিম। অভিনয়দক্ষতার সঙ্গে সঙ্গে তার সৌন্দর্যেও মজে থাকেন ভক্ত-অনুরাগীরা। সব পোশাকেই দারুণ মানায় তাকে। ছবি: মিমের ফেসবুক থেকে
-
টকটকে লাল লেহেঙ্গায় অপরূপ মিম।
-
তৃতীয় বিবাহবার্ষিকীতে অর্কিড পিঙ্ক রঙের শাড়িতে সেজেছেন মায়াবী এই নায়িকা।
-
সাদা লেহেঙ্গা আর চুলে লাগানো গোলাপে দারুণ লাগছে তাকে।
-
ঠিক যেন বিদেশিনী।
-
সমুদ্র বিলাসে গিয়ে নীল টি-শার্ট, শর্ট আর স্নানগ্লাসে ক্যামেরাবন্দী হয়েছেন মিম।
-
লাল স্লিভলেস ব্লাউজের সঙ্গে কালো শাড়িতে আবেদনময়ী লাক্স সুন্দরী।