‘হাসির রাজা’র জন্মদিন আজ
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৪:০০ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫
ঢাকাই সিনেমার ‘হাসির রাজা’ খ্যাত কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে মুন্সিগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ছবি: সংগৃহীত
-
টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন।
-
তবে এ অভিনেতা দর্শকদের কাছে পরিচিতি পান আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার মাধ্যমে।
-
চার দশকের ক্যারিয়ারে টেলি সামাদ অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমায়।
-
টেলি সামাদ সংগীতেও সমান পারদর্শী ছিলেন। পঞ্চাশটিরও বেশি চলচ্চিত্রে গান করেছেন টেলি সামাদ।
-
এছাড়াও টেলিভিশন ও মঞ্চে অভিনয় করেছেন এ অভিনেতা।
-
২০১৯ সালের ৬ এপ্রিল ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কৌতুক অভিনেতা।