তাহসান-রোজার একগুচ্ছ প্রেমময় ছবি
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৩:১০ পিএম, ০৭ জানুয়ারি ২০২৫
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর। বিশেষ করে তাহসান পত্নীর প্রেম কাহিনী এখন আলোচনার কেন্দ্র। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন এই নব দম্পতি। ছবি: রোজার ফেসবুক পেজ থেকে
-
প্রায় তিন মাস প্রেমের পর বিয়ে করেন তাহসান ও রোজা।
-
রোজা ও তাহসানের গায়ে হলুদের ছবি রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে। এ দিন অফ হোয়াইট পাঞ্জাবি পরেছিলেন তাহসান। আর রোজা অফ হোয়াইট ব্লাউজের সাথে হলুদ শাড়ি।
-
গায়ে হলুদের পরের দিনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
-
বিয়ের দিন দুজনেই অফ হোয়াইটে গোলাপি ও লালসহ বাহারি রঙের সুতার কাজ করা পোশাক পরেন।
-
বিয়ের দিন তাহসান রোজার তোলা ছবি। ছবি: রোজার ফেসবুক পেজ
-
স্ত্রীকে পিয়ানো বাজিয়ে শোনাচ্ছেন তাহসান। ছবি: রোজার ফেসবুক পেজ