শেষবারের মতো এফডিসিতে প্রবীর মিত্র
প্রকাশিত: ০২:১৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
আপডেট: ০২:১৩ পিএম, ০৬ জানুয়ারি ২০২৫
রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার রাতে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছবি: মাহবুব আলম
-
আজ এফডিসিতে আনা হয়েছে অভিনেতার মরদেহ। এখানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
-
তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে এফডিসিতে এসেছেন শিল্পী, কলাকুশলীসহ আরও অনেকেই।
-
অশ্রুসিক্ত চোখে প্রবীর মিত্রকে শেষ বিদায় জানাচ্ছেন তার সহকর্মীরা।
-
দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেতা। সঙ্গে ছিল ব্লাড লস ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা।
-
শারীরিক অসুস্থতার কারণে ২২ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দিন গড়ানোর সাথে সাথে অভিনেতার শারীরিক অবস্থা খারাপের দিকে যায়। অবশেষে ৫ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান তিনি।