কাজলকালো চোখে মায়াবী জয়া
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৩:৩৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২৫
প্রায়ই রকমারি শাড়িতে আকর্ষণ ছড়ান দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু তাই নয়, নতুন বছরের প্রথম শেয়ার করা ছবিতেও শাড়ির লুকে ধরা দিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ছবি: ফেসবুক থেকে
-
অ্যান্টিক ফিনিশের জরির বুননে কালো চওড়া পাড়ের ব্রোকেড জমিনের সোনালি শাড়ি পরা ছবি শেয়ার করেছেন জয়া।
-
ক্যাপশনে লিখেছেন, ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব; এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন; এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন মনে থাকবে?’
-
অভিনেত্রীর কাজলকালো মায়াবী চোখের প্রেমে পড়তে পারে যে কেউ।