স্মৃতির পাতায় অঞ্জনা
নতুন বছরের শুরুতেই (৩ জানুয়ারি) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা। তার বয়স হয়েছিল ৫৮ বছর।
-
১৯৭৬ সালে মাত্র ১০ বছর বয়সে ‘সেতু’ চলচ্চিত্রে অভিনয় দিয়ে তার অভিষেক হয়।
-
দস্যু বনহুর সিনেমা দিয়ে লাইমলাইটে আসেন তিনি।
-
অঞ্জনা নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন।
-
এরপর ফোক ঘরানার লুকে নাগিনা থেকে শুরু করে গাংচিল সিনেমায় স্টাইলিশ শহুরে তরুণীর সাজে জয় করেছিলেন সবার মন।
-
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার পেয়েছেন কয়েকবার।
-
জাতীয় পুরস্কার পেয়েছেন ‘পরিণীতা’ আর ‘গাংচিল’ সিনেমার জন্য।
-
নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি।
-
সব পোশাকেই মানাতো তাকে।
-
লাল গ্লসি লিপকালার আর লাল টিপ ছিল এই অভিনেত্রীর সিগনেচার লুক।