কে এই রোজা?
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল জনপ্রিয় তারকা তাহসান খানের বিয়ের খবর। তার সঙ্গী হয়েছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। তাহসানকে নতুন করে চেনার প্রয়োজন না হলেও এখন ভক্ত-অনুরাগীর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন রোজা। ছবি: ফেসবুক থেকে
-
তাহসানের ফেসবুক ফ্যানপেজে তার ও জনপ্রিয় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের ছবি শেয়ার করা হয়েছে। ছবিতে বেশ হাস্যোজ্জ্বল লাগছে তাদের।
-
জানা গেছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা।
-
পড়াশোনা শেষে রোজা যুক্তরাষ্ট্রের কসমেটোলজি লাইসেন্স নিয়ে নিউ ইয়র্কে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।
-
১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। কাজ করেছেন অনেক তারকার সঙ্গেও।
-
এছাড়া মেকওভার বিষয়ে বিভিন্ন ওয়ার্কশপ ও কোর্সে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সাহায্য করেছেন তিনি।